রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তিনি মাথায় ও পায়ে গুরুতর জখম হয়েছেন।

ওই শিক্ষার্থীর নাম নুর নবী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

নুর নবীর রুমমেট বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষার্থী জসিম উদ্দিন সমকালকে জানান, নুর নবী মার্কেটের নিচে দাঁড়ানো ছিলেন। বিস্ফোরণের পর ওপর থেকে ভবনের খণ্ডাংশ তার গায়ে এসে পড়ে। এতে তার মাথায় গুরুতর জখম হয়। তার পায়েও আঘাত লাগে। এখনও কিছু বলা যাচ্ছে না। ইতোমধ্যে দুই ব্যাগ রক্ত লেগেছে। আমরা তার পাশে আছি।

তিনি আরও বলেন, নুর নবীর পরিবারকে জানানো হয়েছে। তার বড় ভাই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

বিষয়টি জানিয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুর রহিম সমকালকে বলেন, খবর পেয়ে আমরা মেডিকেলে গেছি। উপাচার্যকেও ঘটনা জানিয়েছি। তিনিও হাসপাতালে খবর রাখছেন। ডাক্তাররা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। চিকিৎসা চলছে। মাথায় ও পায়ে আঘাত পেয়েছে বলে জেনেছি। এর মধ্যে সে মাথায় আঘাত বেশি পেয়েছে। আর তার হাড় ভেঙেছে কি-না বা কতটুকু ক্ষতি হয়েছে এটা এক্সরে এবং যাবতীয় পরীক্ষার পর ডাক্টাররা জানাবেন বলেছেন।

রোববার সকাল ১০টা ৫০ মিনিটে সায়েন্স ল্যাবরেটরি এলাকার প্রিয়াঙ্গন মার্কেটের পাশে একটি বাণিজ্যিক ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন।

নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। তারা সবাই ওই ভবনের নিউজ জেনারেশন কোং. লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিজপোজাল ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্লাহ বলেছেন, ‘বিস্ফোরণ স্থল ওই ভবনের ছাদ। সেখানে ফিনিক্স নামে একটি ইনস্যুরেন্স কোম্পানি আছে। জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণ হয়েছে।’ এটি স্যুয়ারেজ লাইনের গ্যাস হতে পারে বলে জানিয়েছেন তিনি।