- রাজধানী
- দুর্ভোগ লাঘবে রেড ক্রিসেন্ট সদস্যদের একযোগে কাজ করতে হবে: তাজুল ইসলাম
দুর্ভোগ লাঘবে রেড ক্রিসেন্ট সদস্যদের একযোগে কাজ করতে হবে: তাজুল ইসলাম

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম- ফাইল ছবি
রেড ক্রিসেন্ট ও জেলা পরিষদ সম্মিলিতভাবে মানবকল্যাণের পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এমপি। তিনি বলেছেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জন্মলগ্ন থেকে মানুষের দুঃখ দুর্দশা লাগবে কাজ করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তার জীবন ও রাজনীতি আর্ত মানবতার সেবায় উৎসর্গ করেছেন।
রোববার রাজধানীর হোটেল র্যাডিসনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট চেয়ারম্যান ও সেক্রেটারিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় মানুষের দুর্ভোগ লাঘবে রেড ক্রিসেন্ট সদস্যরা একযোগে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলরদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণের মাধ্যমে যেকোনো বিষয়ের ওপর সক্ষমতা অর্জন করা যায়।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইবরাহিম।
মন্তব্য করুন