- রাজধানী
- এটিএন বাংলার 'উন্নয়নে বাংলাদেশ' অ্যাওয়ার্ড পেলেন পরিবেশমন্ত্রী
এটিএন বাংলার 'উন্নয়নে বাংলাদেশ' অ্যাওয়ার্ড পেলেন পরিবেশমন্ত্রী

দেশের পরিবেশ ও বন সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনকে 'এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২' প্রদান করা হয়েছে।
রোববার সন্ধ্যায় বিএফডিসি মিলনতায়নে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক পরিবেশমন্ত্রীর হাতে এ পদক তুলে দেন।
এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজেশ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে পদক দেওয়া হয়।
মন্তব্য করুন