- রাজধানী
- পল্লবীতে নবনির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধন করলেন সেনাপ্রধান
পল্লবীতে নবনির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধন করলেন সেনাপ্রধান

ছবি- আইএসপিআর।
রাজধানীর পল্লবী ডিওএইচএসে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সোমবার সকালে ওই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
এর আগে সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন তাঁকে অভ্যর্থনা জানান। এরপর একদল চৌকস অগ্নিসেনা সেনাপ্রধানকে গার্ড অব অনার দেন। উদ্বোধন শেষে স্টেশন চত্বরে একটি গাছের চারা রোপণ করেন সেনাপ্রধান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর।
মন্তব্য করুন