- রাজধানী
- ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড শুরু ১৫ মার্চ
ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড শুরু ১৫ মার্চ

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। ছবি: সমকাল
গতানুগতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সারা দেশের সব স্তরের শিক্ষার্থীদের নিয়ে ‘ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩’ প্রতিযোগিতা আগামী ১৫ মার্চ শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ভার্চুয়াল এই অলিম্পিয়াডের আয়োজন করা হবে।
সোমবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, মোট তিনটি রাউন্ডে আটটি ভিন্ন ভিন্ন বিষয়ে ছয়টি স্তরে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিটি বিভাগের প্রথম পুরস্কার দুই লাখ টাকা, প্রথম ও দ্বিতীয় রানার আপের জন্য থাকবে যথাক্রমে এক লাখ ও ৫০ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম, স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মাজহারুল ইসলাম প্রমুখ।
অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কলা ও গণিতের সমন্বিত রূপকে স্টিম বলা হয়। শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাতে একটি গুণগত পরিবর্তন আসে, সৃজনশীল চিন্তা, উদ্ভাবন শক্তি বৃদ্ধি পায় এজন্য প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতি বছর এ অলিম্পিয়াডের আয়োজন করা হবে।
চতুর্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট বিভিন্ন দক্ষতাগুলোর ওপর গুরুত্বারোপ করে আসন্ন চ্যালেঞ্জ ও পরিবর্তনের জন্য প্রস্তুতি গ্রহণে সব শিক্ষার্থীকে সচেতন এবং দক্ষতা উন্নয়নে উৎসাহিত করাই এ অলিম্পিয়াডের মূল লক্ষ্য। অলিম্পিয়াডের ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। এবারের ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্তব্য করুন