ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ব্যবসায়ী মমিন উদ্দীনকে খুঁজছেন স্ত্রী শারমিন আক্তার ও দুই মেয়ে। রাজধানীর গুলিস্তানে বিস্ফোরিত ভবনের নিচতলায় মমিন উদ্দীনের স্যানিটারি দোকান। ঘটনার সময় তিনি দোকানে ছিলেন। বিস্ফোরণে ওই ভবনের তৃতীয়তলার পশ্চিম পাশের ফ্ল্যাটের দেওয়াল ও কাচ ভেঙে গেছে। এমনকি ভবনটির নিচতলার গ্লাসও ভেঙে যায়। এরপর থেকে মমিন উদ্দীনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় বিস্ফোরণের ঘটনা ঘটে। মমিন উদ্দীন পরিবার নিয়ে রাজধানীর ধানমন্ডিতে থাকেন। 

 শারমিন আক্তার বলেন, বিস্ফোরণের পর তার (মমিন উদ্দীন) মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে গিয়ে মমিন উদ্দীনের কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রায় এক ঘণ্টা ধরে ঢামেক হাসপাতালে খুঁজছি। কিন্তু পাচ্ছি না।

মেয়ে এশা ও তানিশা বলেন, বাবাকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ যেন আব্বুকে সুস্থ রাখেন। 

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বলেন, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটির নিচতলায় ধ্বংসস্তূপে অনেকে আটকা পড়েছেন। ভেতর থেকে মানুষের নড়াচড়ার শব্দ শোনা গেছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

ব্যবসায়ী মমিন উদ্দীন। ছবি: সংগৃহীত


মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন।  ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। 

আহতদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জনকে মৃত অবস্থায় নেওয়া হয়। এছাড়া হাসপাতালে যাওয়ার পরে আরও পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই জন নারী এবং ১৪ জন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।