রাজধানীর গুলিস্তানে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় স্থগিতের তথ্য সমকালকে জানান ফায়ার সার্ভিসের উপপরিচালক দীনমনি শর্মা।

সমকালকে দীনমনি শর্মা বলেন, ‘আজকের (মঙ্গলবার) মতো উদ্ধার অভিযান স্থগিত করতে হয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনের বেসমেন্টে যাওয়া সম্ভব হচ্ছে না। সকালে সেনাবাহিনী এলে আবার উদ্ধারকাজ শুরু হবে।’

গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে নর্থ সাউথ রোডের গ্রিন সুপারমার্কেটের উল্টো পাশের বহুতল ভবনে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে বিস্ফোরণের ঘটনায় রাত ১২টা পর্যন্ত নিহত ১৭ জনের মধ্যে ১৬ জনের নামপরিচয় জানা গেছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

এদিকে, জরুরি প্রয়োজনে রক্তদানের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। রক্তদানে আগ্রহীদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে যেতে অনুরোধ করা হয়েছে।