রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার রাত ১১টা ৫৪ মিনিটে এই আগুন লাগে। ১২টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে জানানো হয়, টিসিবির গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ১২টার পরপরই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও দুই ইউনিট যোগ দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ১২টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তবে কী কারণে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।