রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে কাজ করছে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। 


গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে নর্থ সাউথ রোডের গ্রিন সুপারমার্কেটের উল্টো পাশের বহুতল ভবনে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত ১৭ জনের মধ্যে ১৬ জনের নামপরিচয় জানা গেছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। ফায়ার সার্ভিস রাতে উদ্ধার কাজ স্থগিত রেখেছে। বুধবার সকালে ফের উদ্ধার কার্যক্রম শুরু করে। 

ঘটনাস্থলে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড

এর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘সম্প্রতি দেশের বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্দেহ থাকতেই পারে। এগুলো দুর্ঘটনা কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমাদের র‍্যাব গোয়েন্দো দল কাজ করছে। তদন্ত শেষে আসল ঘটনা বলা যাবে।’ মঙ্গলবার গুলিস্তানের বিআরটিসি কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এম খুরশীদ হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আপাতত আমরা হতাহতদের উদ্ধারে বেশি গুরুত্ব দিচ্ছি। আহতদের চিকিৎসা দেওয়া জরুরি, এটি হচ্ছে মানবিক কাজ। তবে গ্যাসের উপস্থিতির তথ্য আমরা এখনও পাইনি। এখানে সেনাবাহিনী, ডিএমপির বোম ডিসপোজাল টিম কাজ করছে। তাদের কার্যক্রম শেষে আমরা বলতে পারবো আসল বিস্ফোরণের কারণ। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি।’

কেউ আটকা পড়েছে কিনা জানতে চাইলে এম খুরশীদ হোসেন বলেন, ‘এখনও আমরা নিশ্চিত না, ভেতরে কেউ আটকে পড়েছে কিনা। কারণ ভবনটি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরে ঢুকতে পারছেন না। যেহেতু আন্ডারগ্রাউন্ডের কয়েকটা চেম্বার তল্লাশি বাকি রয়েছে।’