রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনাস্থলে পৌঁছেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। বুধবার বেলা ১১টা ২০ মিনিটে তারা সেখানে পৌঁছান। 

বিস্ফোরণের ঘটনায় ভবনটিতে উদ্ধার অভিযানে যোগ দেন তারা। ক্ষতিগ্রস্ত ভবনটির ক্ষয়ক্ষতি নিরূপণ করতে কাজ করবে সেনাবাহিনীর দলটি।

সেনাবাহিনীর সদস্যদের ফায়ার সার্ভিস ও র‌্যাব সদস্যদের সঙ্গে পরামর্শ করতে দেখা যায়। 

এছাড়া বিস্ফোরণের ঘটনাস্থলে কাজ করছে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। 

গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে নর্থ সাউথ রোডের গ্রিন সুপারমার্কেটের উল্টো পাশের বহুতল ভবনে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত ১৭ জনের মধ্যে ১৬ জনের নামপরিচয় জানা গেছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। 

এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। ফায়ার সার্ভিস রাতে উদ্ধার কাজ স্থগিত রেখেছে। বুধবার সকালে ফের উদ্ধার কার্যক্রম শুরু করে।