- রাজধানী
- বিস্ফোরণে আহতদের দেখতে ঢামেকে ড্যাব নেতারা
বিস্ফোরণে আহতদের দেখতে ঢামেকে ড্যাব নেতারা

ঢামেকে ড্যাব। ছবি: সমকাল
রাজধানীর সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ও আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং বার্ন ইউনিটে যান ডক্টরস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশের (ড্যাব) নেতারা। আজ বুধবার বেলা ১১টার তারা হাসপাতালে পৌঁছান। সেখানে ড্যাব নেতারা আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. মো. মেহেদী হাসান, ডা. আদনান হাসান মাসুদ, এ্যামট্যাবের বিপ্লবুজ্জামান বিপ্লব প্রমুখ।
এছাড়া বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ও সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন ঢামেকে যান। এ সময় ছাত্রদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন