গুলিস্তানে বিস্ফোরণ
আরও একজনের মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৯
ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৩ | ১১:০৭ | আপডেট: ০৮ মার্চ ২০২৩ | ১৩:৩৩
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কুইন টাওয়ার ভবন থেকে বিস্ফোরণের প্রায় ২৪ ঘণ্টা পর আজ বুধবার বিকেলে ফায়ার সার্ভিস কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই ব্যক্তির নাম মমিন উদ্দিন সুমন। বয়স আনুমানিক ৪৪ বছর।
রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত লাশগুলো হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
এ ছাড়া আরও দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জোর করে স্বজনরা নিয়ে গেছেন বলে জানা যায়।
বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন ভর্তি আছে। তাদের মধ্যে দুইজন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আছেন। এদিকে ১০ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডে অবস্থিত একটি সাততলা ভবনের বেসমেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণে ৭ তলা ভবনের পাশে আরেকটি ৫ তলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ভবন ধসে পড়েনি।