- রাজধানী
- ফিঞ্চ, বাজেরিগার, লাভবার্ডদের নিয়ে ঢাকায় শুরু হচ্ছে পাখি মেলা
ফিঞ্চ, বাজেরিগার, লাভবার্ডদের নিয়ে ঢাকায় শুরু হচ্ছে পাখি মেলা

বাংলাদেশের এভিয়ান সেক্টরের উন্নয়নে দ্বিতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে ‘এভিয়ান এক্সেটিক বার্ড শো এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৩'। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পাখি পালকদের সংগঠন এভিয়ান কমিউনিটির সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চলতি মাসের ১০ মার্চ সকাল ১০টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত দ্বিতীয় বারের মতো আয়োজন করা হয়েছে ‘এভিয়ান এক্সেটিক বার্ড শো এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৩’। সারা দেশ থেকে অগনিত পাখিপ্রেমী মেলায় অংশ নিতে পারবেন।
সংগঠনটি জানায়, বাংলাদেশের পাখিপ্রেমিদের মাঝে ফিঞ্চ, বাজেরিগার, ককাটেল, লাভবার্ড, নিওফেমা প্রজাতির পাখিগুলো খুবই জনপ্রিয়। মেলায় এভিয়ান কমিউনিটির উদ্যোগে জনপ্রিয় পাঁচটি প্রজাতির পাখি নিয়ে প্রথমবার আয়োজন করা হচ্ছে জাতীয় প্রতিযোগিতা।
এ ছাড়াও মেলায় বাহারি প্রজাতির বিভিন্ন রঙের পাখি যেমন লরি, কনুইর, কাকাতুয়া, ডায়মন্ড ডোভ, ফরপাস, রিংনেক, ম্যাকাওসহ আরও অনেক দৃষ্টিনন্দন পাখির সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। থাকবে অনেক পোষ মানা পাখির ছবি তোলার সুযোগ। যা প্রশান্তি এনে দেবে প্রতিটি দর্শনার্থীদের মধ্যে।
এদিকে উন্নত বিশ্বে বৈধ পোষা পাখির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ রয়েছে উল্লেখ করে সংগঠনটি জানায়, দেশে পাখি শিল্পের অবকাঠামো গড়ে না উঠলেও বিশাল বেকার জনগোষ্ঠী বিদেশি বৈধ পোষা পাখি নিয়ে কাজ করলে বৈদেশিক মুদ্রা আয়ের একটি উৎস তৈরি হবে।
ছোট পরিসরে পাখি লালন-পালন করে গৃহিণীদের আয়ের একটি উৎস হয়ে উঠতে পারে খাঁচার পোষা পাখি বলে জানায় এভিয়ান কমিউনিটি। সেই সঙ্গে শিক্ষার্থীদের হাত খরচ চালানোর মাধ্যমও হয়ে উঠতে পারে এটি।
এভিয়ান কমিউনিটি দেশীয় প্রকৃতির বন্য পাখি পালনে মানুষকে নিরুৎসাহিত করে। এ ছাড়াও বৈধ বিদেশি পোষা পাখি পালনে মানুষকে উৎসাহিত করে এ সংক্রান্ত বিষয়ে মানুষকে সচেতন ও প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।
এভিয়ান কমিউনিটি দেশের পোষা পাখি সেক্টরের উন্নয়নের জন্য ৬ এপ্রিল ২০১৫ সালে ফেসবুক গ্রুপ হিসেবে যাত্রা শুরু করে এবং কর্মকাণ্ডের পরিধি বাড়াতে ১৩ নভেম্বর ২০১৬ সালে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে নিবন্ধিত হয়।
মন্তব্য করুন