দেশ-বিদেশে নানাভাবে পালন করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সবারই প্রত্যাশা, সমাজ থেকে জেন্ডার বৈষম্য দূর হয়ে একেকজন মানুষ হিসেবে ন্যায্য অধিকার নিয়ে যেন বাঁচতে পারে সবাই। তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী অনিন্দিতা সরকার বলছিলেন তাঁর প্রত্যাশার কথা। তিনি বলেন, ‘প্রতিটি নারী যেন ভাল থাকে, নিরাপদে থাকে। প্রতিটি নারীই কর্মজীবী হয়ে উঠুক, কারণ নিজে কিছু না করলে এখনকার সমাজে মূল্যায়ন করা হয় না। প্রতিটি নারী যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, সে যেন স্বাবলম্বী হয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী জেরিন সিনথি আজ বুধবার সমকালকে বলেন, ‘নারীদের মন রঙিন থাকুক, সুন্দর থাকুক। নারীকে যেন খারাপ কিছু না ছুঁতে পারে। অনেক সুন্দরভাবে বেঁচে উঠুক, এটাই আজকের নারী দিবসে আমাদের কামনা।’

‘একবিংশ শতাব্দীতে নারী মুক্ত পাখির মতো উড়বে, ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’—এ প্রতিপাদ্যে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস