- রাজধানী
- সরকারি কর্মচারী লাঞ্ছিত: যুবলীগ নেতাকে সাময়িক বহিষ্কার
সরকারি কর্মচারী লাঞ্ছিত: যুবলীগ নেতাকে সাময়িক বহিষ্কার

মেহবুব রহমান ম্যানসেল
আজ বুধবার সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন যুবলীগের ভাবমূর্তি বজায় রাখা সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। তবে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেবুব ম্যানসেল একটি সরকারি অফিসে অনাধিকার প্রবেশ করে সরকারি কাজে বাধা দিয়েছেন। তার বিরুদ্ধে হত্যার উদ্দেশে মারধর করে জখম, শ্লীলতাহানির হুমকিসহ হুকুম দানের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায় সংগঠনের গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশক্রমে মেহেবুব ম্যানসেলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
গত ৫ মার্চ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে যুবলীগ নেতা মেহবুব রহমান ওরফে ম্যানসেলের নেতৃত্বে সংগঠনের কর্মীরা জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মুনা আফরিনকে লাঞ্ছিত এবং কর্মচারীকে মারধর ও হত্যার হুমকি দেন। এ ঘটনায় মুনা আফরিন কোতোয়ালি থানায় মামলা করলে মেহবুবসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা এখন কারাগারে রয়েছেন।
ম্যানসেলের বাড়ি শহরের ষষ্টিতলাপাড়ায়। গ্রেপ্তার অন্যরা হলেন- একই এলাকার রাকিব হাসান, অনিক হাসান ওরফে মেহেদী হাসান ও মীর সাদী।
পুলিশ জানিয়েছে, ম্যানসেলের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় হত্যা-চাঁদাবাজিসহ ১৩ মামলা রয়েছে। দু’দফায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনি দুই হাত-পা হারিয়েছেন। বাকি তিনজনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন