রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার থেকে দুই হাজার লিটার ভোজ্যতেল চুরি হয়েছে। বুধবার ভোরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশের তিনটি দোকানের ১০টি তেলের ড্রাম পিকআপে তুলে নিয়ে যায় চোরেরা। এর মধ্যে সাত ড্রাম সয়াবিন ও তিন ড্রাম সরিষার তেল।

বানেশ্বর বাজারের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বুধবার ভোর ৪টার দিকে একটি পিকআপে করে আট থেকে ১০ জন লোক বানেশ্বর মসজিদ মার্কেটের সামনে আসেন। এরপর তারা সাগর সৈকত স্টোর নামে একটি দোকানের সামনে রাখা পাঁচ ড্রাম (১ হাজার ১০ লিটার), আল আমিন স্টোরের এক ড্রাম সরিষার (২১০ লিটার) এবং খাদ্য ভাণ্ডার থেকে চার ড্রাম (৮০০ লিটার) তেল পিকআপে তুলে নিয়ে চলে যায়। ঘটনাটি ভোর ৪টা ৭ মিনিট থেকে ৪টা ১১ মিনিটে ঘটে। অর্থাৎ ৪ মিনিটের মধ্যে তারা ১০ ড্রাম তেল গাড়িতে তুলে নিয়ে যায়।

সাগর সৈকত স্টোর দোকানের মালিক রতন পাল জানান, প্রতিদিনের মত মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। সকালে দোকানে এসে দেখেন, দোকানের সামনে সাজানো তেলের ড্রাম নেই। পরে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখেন, কয়েকজন লোক দোকানের সামনে থেকে তেলের ড্রাম পিকআপে তুলে নিয়ে গেছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, তেল চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এই চোর চক্রকে শনাক্ত করার চেষ্টা চলছে।