অধ্যাপক তানজীমউদ্দিন খানকে দোষী করে শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা এহসান ধ্রুবের আত্মহত্যার চেষ্টা এবং পরবর্তী ঘটনার নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। তার প্রতি সম্পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে তারা। একই সঙ্গে তারা যে বা যারা এই ঘটনার রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে তাদের হীন কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

মঙ্গলবার বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক লাইলুফার ইয়াসমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৬ মার্চ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অ্যাকাডেমিক কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অ্যাকাডেমিক কমিটি ২ মার্চের ঘটনা এবং তৎপরবর্তীতে উদ্ভূত পরিস্থিতির তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছে। অ্যাকাডেমিক কমিটি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এর প্রতি সম্পূর্ণ সমর্থন ব্যক্ত করছে এবং সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে যে বা যারা এই ঘটনার রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে তাদের হীন চক্রান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের এই নেতা ‘ছাত্রলীগ করার কারণে ব্যক্তিগত বিষয়ে অধ্যাপক তানজীমউদ্দিন ভরা ক্লাসে অপমান করেছেন’ মর্মে ফেসবুকে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় সেই রাতে অধ্যাপককে দোষী সাব্যস্ত করে তার বিচার দাবি করে উপাচার্যের বাসভবনে অবস্থান করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে এহসানকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। এখন তিনি সুস্থ আছেন।