আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কর্মক্ষেত্রের মান উন্নয়ন বিষয়ে কাজ করা সংস্থা ‘সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি’ (এসআরএস) রাজধানী ঢাকা উদ্যানে তাদের উইমেন ক্যাফেতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা, আইন কর্মকর্তা হাসিনা খানম, প্রোগ্রাম অফিসার মল্লিকা রিক্তা, ফিন্যান্স অফিসার ইব্রাহিম খলিল, প্রশিক্ষণ ও পর্যবেক্ষণ কর্মকর্তা ফারহানা আক্তার এবং ক্যাফে ব্যবস্থাপক শাহিদা সরকার ও মো. আশরাফ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ডিয়াকোনিয়া বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মর্জিনা খাতুনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাঁরা বক্তব্য দেন এবং কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন।

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন লিঙ্গভিত্তিক বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য সামনে রেখে গতকাল বুধবার (৮ মার্চ) দেশবিদেশে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা উদ্যানের বাসিন্দা নারী শ্রমিক সুলতানা তাঁর কর্মস্থল, পারিবারিক ও ব্যক্তি জীবনে দৈনন্দিন সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘একটা সময় ছিল স্বামী প্রায় প্রতিদিনই কাজ থেকে ঘরে ফিরে মারধর করত। এখন আমি কথা বলি, বুঝাই, এখন কিন্তু সে সেটা করে না। আমি কাজ করি, আমার কর্মের টাকা দিয়া ছেলেদের পড়াইতাছি। আমার ছেলেও পড়াশোনার পাশাপাশি কাজ করে, পরিবারকে সাপোর্ট করে। আগে অনেকটা অবহেলায় ছিলাম, কিন্তু এখন আমার মা-বাবা, ভাই-বোন, পাড়া-প্রতিবেশী কোনো সমস্যায় পড়লেও আমার কাছে জিজ্ঞেস করে, পরামর্শ করে।’

এসআরএসের নারী দিবসের আলোচনা সভায় সুলতানার পর নারী শ্রমিক লিপি আক্তারও বক্তব্য দেন। উপস্থিত নারী শ্রমিকেরা অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশ নেন।

অনুষ্ঠানের শেষভাগে উপস্থিত নারী শ্রমিকদের উপহার হিসেবে মগ দেওয়া হয়। মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।