- রাজধানী
- খড়ের আগুন থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
খড়ের আগুন থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

পুড়ে যাওয়া ঘর ও বিস্ফোরিত সিলিন্ডার। ছবি: সমকাল
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খড়ের আগুন থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুটি ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের শাকপালা গ্রামের মৃণাল চন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানান, মৃণাল চন্দ্র দাস মশা তাড়াতে গোয়াল ঘরে খড় জ্বালিয়ে ধোঁয়া দেন। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে দুটি ঘর পুড়ে যায়।
স্থানীয় এক ব্যক্তি জানান, গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলেও যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়া ঘটনাস্থলে তারা পৌঁছাতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রওনা দেয়। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ফিরে আসেন।
মন্তব্য করুন