- রাজধানী
- ছিনতাইকালে এসআইসহ গ্রেপ্তার ৪
ছিনতাইকালে এসআইসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকালে পুলিশের এক এসআইসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার প্রভাকরদি বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পিস্তল, হ্যান্ডকাফ ও ছিনতাই হওয়া টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন রাজশাহীর বাগমারার বাসিন্দা ও ডেমরা থানার এসআই মোজাম্মেল হক (৩৭), রূপগঞ্জের ভুলতার আতিকুর রহমান ওরফে সোহেল (২৯), হালিম মিয়া (২০) ও মো. বিজয় (২৬)।
এ ঘটনায় গতকাল শুক্রবার ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী সজীব মিয়া আড়াইহাজার থানায় মামলা করেন। এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে বন্ধু রাসেল মিয়াকে নিয়ে রূপগঞ্জের গাউছিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় প্রভাকরদীর বাড়ি যাচ্ছিলেন বাদী। পথে প্রভাকরদী বাজার সংলগ্ন আবদুর রউফের ভাঙারির দোকানের সামনে নামলে হঠাৎ করে পাঁচজন তাঁদের ঘিরে ধরেন। তাঁদের মধ্যে এসআই মোজাম্মেল পিস্তল বের করে দু’জনের হাতে হাতকড়া লাগান। তাঁর সঙ্গীরা কনস্টেবল পরিচয় দিয়ে ভয়ভীতি দেখাতে থাকেন। এক পর্যায়ে দু’জনের কাছ থেকে ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন তাঁরা। পরে টেনেহিঁচড়ে সড়কে এনে দু’জনকে অটোরিকশায় উঠানোর চেষ্টা করলে চিৎকার দেন।
কাছেই টহলরত আড়াইহাজার থানার পুলিশ এসে মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় ডেমরা থানার এসআই বললেও পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন মোজাম্মেল। সুযোগ পেয়ে একজন পালিয়ে যান। বাকি চারজনকে ৮ রাউন্ড গুলিভর্তি একটি নাইন এমএম পিস্তল, এক জোড়া হ্যান্ডকাফ ও ১০ হাজার টাকাসহ আটক করে পুলিশ।
ডেমরা থানার ওসি শফিকুর রহমান জানান, মোজাম্মেল তাঁর থানার এসআই। তবে বাকিদের থানার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আসামিদের জেলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে জানান আড়াইহাজার থানার এসআই নাহিদ মাসুম।
এ বিষয়ে জেলা ডিবির ওসি নজরুল ইসলাম জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, আসামিরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য।
মন্তব্য করুন