- রাজধানী
- মধ্যরাতে জাবির তিন হলে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত
মধ্যরাতে জাবির তিন হলে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিনটি হলে মধ্যরাতে ঢুকে ছাত্রীদের গালাগালসহ উত্ত্যক্ত করেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। রোববার মাঝরাতে শেখ হাসিনা হল, সুফিয়া কামাল হল ও খালেদা জিয়া হলে এ ঘটনা ঘটে। এতে ছাত্রীরা আতঙ্কে ভুগছেন।
শিক্ষার্থীরা জানান, রাত ৪টার দিকে শেখ হাসিনা হলের নিচতলার একটি কক্ষের জানালা দিয়ে ছাত্রীদের উদ্দেশে নোংরা ভাষায় গালাগাল করে এক ব্যক্তি। ওই সময় চিৎকার-চেঁচামেচি শুরু হলে ওই ব্যক্তি চলে যায়। একই সময়ে হলের আরেক ব্লকেও এমন ঘটনা ঘটে। এরপর ভোর ৫টার দিকে খালেদা জিয়া হল এবং সাড়ে ৫টার দিকে সুফিয়া কামাল হলে একই ঘটনা ঘটে। এর মধ্যে সুফিয়া কামাল হলের গণরুমের জানালা ইট দিয়ে ভেঙে ফেলা হয়। তাঁদের ধারণা, তিনটি ঘটনা একটি চক্রই করেছে।
এ নিয়ে গত দুই সপ্তাহে বেশ কয়েকটি হলে এমন ঘটনা ঘটল। এর মধ্যে শেখ হাসিনা হলেই এক সপ্তাহে তিনবার ঘটেছে উত্ত্যক্তের ঘটনা। এ বিষয়ে হলের নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যবস্থা নিতে না পারায় ছাত্রীরা অনিরাপদ বোধ করছেন। প্রশাসন যথাযথ পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেকে।
এ বিষয়ে শেখ হাসিনা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক হোসনে আরা বলেন, আগের ঘটনার পরেই তদন্ত কমিটি করা হয়েছে। আজকে দুই কর্মদিবস; তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আমরা একটা গাছ চিহ্নিত করেছি, যেটা দিয়ে হলে প্রবেশ করতে পারে বলে ধারণা করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। হলের বাউন্ডারিতে কাঁটাতারও দেওয়া হবে। কাউকে শনাক্ত করা সম্ভব হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই বলা যাচ্ছে না।
এদিকে নিরাপদ হল ও ক্যাম্পাসের দাবিতে রোববার রাত ৯টার দিকে বিক্ষোভ মিছিল করেন ছাত্রীরা।
মন্তব্য করুন