রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান আনিছুর রহমান মিয়াকে চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আনিছুর রহমান আগামী ২ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

চুক্তিতে বলা হয়, সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী তাকে চুক্তিতে রাজউক চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

গত বছরের ৪ জুন রাজউকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আনিছুর রহমান। এরপর সচিব পদে পদোন্নতি পান তিনি। পুনরায় রাজউক চেয়ারম্যান হিসেবে চুক্তিতে সচিব পদেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সাবেক রাষ্ট্রদূত আহমদ তারিক করিমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশে ইনস্টিটিউ অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছেন তিনি।