- রাজধানী
- তিন বছর পর পুনরায় চালু হল সোনামসজিদ-মাহদীপুর ইমিগ্রেশন সেন্টার
তিন বছর পর পুনরায় চালু হল সোনামসজিদ-মাহদীপুর ইমিগ্রেশন সেন্টার

সোনামসজিদের জিরো পয়েন্টে ইমিগ্রেশন সেন্টার কার্যক্রমের উদ্বোধন করা হয় - সমকাল
তিন বছর বন্ধ থাকার পর ভারত সরকারের এক আদেশে পুনরায় চালু হল চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও ভারতের মাহদীপুর ইমিগ্রেশন সেন্টার। বৃহস্পতিবার দুপুরে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার ঘোষ বাংলাদেশের সোনামসজিদের জিরো পয়েন্টে আনুষ্ঠানিকভাবে ইমিগ্রেশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেন। এর ফলে এখন থেকে এই স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে আসা যাওয়া করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা।
উদ্বোধনীতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসী, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, মাহদীপুর স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার দেবাশীষ মুখোপাধ্যায়, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ। এ সময় উভয় দেশের গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।
এর আগে কয়েকদফা এ ইমিগ্রেশনটি চালু করার চেষ্টা প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, গত ১২ মার্চ চালু হওয়ার কথা থাকলেও কাগজপত্রের জটিলতায় তা সম্ভব না হলেও আজ এ ইমিগ্রেশনের কার্যক্রম উদ্বোধন হয়েছে। এতে এই বন্দর দিয়ে চলাচলকারী যাত্রীদের ভোগান্তি অনেক কমে যাবে।
সোনামসজিদ আমদানিকারক অ্যাসোসিয়েশনের সদস্য মেসবাউল হক ও বায়োজিতসহ কয়েকজন জানান, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গমসহ বিভিন্ন পণ্য আমদানি করেন তারা। তাই, ব্যবসায়িক কাজে তাদের ভারতে যেতে হয়। কিন্তু সোনামসজিদ-মাহদীপুর স্থলবন্দরের ইমিগ্রেশন বন্ধ থাকায় তাদের বেনাপোল দিয়ে যেতে অনেক ভোগান্তি হত। এখন বন্দর চালুর মাধ্যমে এর সমাধান হয়ে গেল।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৫ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারত সরকার মাহদীপুর-সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ করে দেয়। এরপর গত ১২ মার্চসহ কয়েকদফা এ ইমিগ্রেশনটি চালুর উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন জটিলতায় তা সম্ভব হয়নি।
মন্তব্য করুন