- রাজধানী
- ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
-samakal-সমকাল-5e33f2e7da3e6-samakal-641460a37a779.jpg)
ফাইল ছবি
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর ধাক্কায় মানিক জলদাস (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার আবুতোরাব জলদাস পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মানিক জলদাস উপজেলার মঘাদিয়া ইউনিয়নের আবুতোরাব জলদাস পাড়ার মৃত বিরেন্দ্র জলদাসের ছেলে।
মানিক জলদাসের ছেলে রাজু জলদাস বলেন, ‘আমার বাবা পক্ষাঘাতের রোগী ছিলেন। আমার চাচাত ভাই লক্ষণ জলদাসের সঙ্গে প্রতিবেশী শিশু জলদাসের ঝগড়া বাধে। তিনি ঝগড়া থামাতে যান। এসময় শিশু জলদাসের ধাক্কায় আমার বাবার মৃত্যু হয়। আমরা এর বিচার চাই।’
সিদাম জলদাস বলেন, শুক্রবার দুপুরে একটি শিশুর জন্ম হয়। সে উপলক্ষে মানিক জলদাসের ভাইপো লক্ষণ জলদাসকে বাজনা বাজাতে জোর করেন শিশু জলদাশ। কিন্তু লক্ষণ বাজনা বাজাতে রাজি না হলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন তাদের ঝগড়া থামাতে মানিক জলদাস এগিয়ে গেলে শিশু জলদাস তাকে ধাক্কা দেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।
এ বিষয়ে মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিক জানান, জলদাস পাড়ায় প্রতিবেশীর ধাক্কায় মানিক জলদাস নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তে করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।
মন্তব্য করুন