- রাজধানী
- মিরপুরে স্বামীর ওষুধ কিনতে গিয়ে প্রতারক চক্রের কবলে নারী
মিরপুরে স্বামীর ওষুধ কিনতে গিয়ে প্রতারক চক্রের কবলে নারী

রাজধানীর মিরপুরে কিডনী ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজুল হাসান রতনের জন্য তার স্ত্রী মরিয়ম রহমান ওষুধ কিনতে যান পাশের একটি দোকানে। ওষুধ নিয়ে ফেরার সময় তিন যুবক তাকে ঘিরে ধরেন। কথা বলার এক পর্যায়ে মরিয়ম নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর যখন তিনি স্বাভাবিক হন তখন দেখেন তার গলার স্বর্ণের চেইন, কানের দুল ও কাছে থাকা ভ্যানিটি ব্যাগ নেই। ব্যাগে দুটি মোবাইল ফোন ও কিছু টাকা ছিল।
ঘটনাটি ঘটেছে আজ রোববার সকালে। এ ঘটনায় মরিয়ম রহমান মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানার ওসি মোহাম্মদ মহসীন সমকালকে বলেন, তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
মরিয়ম রহমানের বাসা মিরপুর এলাকায়। তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওষুধ কিনে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ফেরার সময় অজ্ঞাতনামা তিনজন তার কাছে অসহায়ত্বের কথা বলেন। পরে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পেছনে নিয়ে তাকে চেতনানাশক কিছু দিয়ে প্রায় অচেতন করে ফেলেন। তখন নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না তার। পরে দেখেন গলায় ও কানে থাকা দেড় ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং ভ্যানিটি ব্যাগ নেই।
মন্তব্য করুন