- রাজধানী
- অভিনেতা খালেকুজ্জামান আর নেই
অভিনেতা খালেকুজ্জামান আর নেই

খালেকুজ্জামান
অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
তাঁর মৃত্যর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খালেকুজ্জামানের ছেলে জিসান। তিনি জানান, খালেকুজ্জামানের মরদেহ হাসপাতাল থেকে নিকেতনের বাসায় নেওয়া হবে। বিকেলে নিকেতন মসজিদে জানাজা শেষে মরদেহ নরসিংদীর গ্রামের বাড়িতে নেওয়া হবে।
খালেকুজ্জামানের জন্ম ১৯৫০ সালে। তাঁর বাবা শামসুজ্জামান ছিলেন ব্রিটিশ রেলওয়ের মেডিকেল অফিসার। মা শায়েস্তা আক্তার জামান ছিলেন গৃহিণী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে নাট্য ও চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। কণ্ঠশিল্পী সুলতানা মমতাজ তাঁর সহধর্মিণী। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
তিনি ৩০০ এর বেশি নাটকে অভিনয় করেছেন। ১৯৭৫ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন তিনি। নওয়াজেশ আলী খানের প্রযোজনায় ‘সর্পভ্রমে রজ্জু’ নাটক দিয়ে বিটিভিতে অভিনয় শুরু করেন খালেকুজ্জামান। এরপর ‘তমা’, ‘বড় বাড়ি’, ‘সময় অসময়’, ‘সুবর্ণ সময়’সহ বহু নাটকে অভিনয় করে প্রশংসিত হন তিনি। অর্ধশতাধিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। মঞ্চ নাটকেও সরব ছিলেন এই অভিনেতা।
মন্তব্য করুন