- রাজধানী
- নিতাইগঞ্জে ধসে পড়া ভবনটি ভাঙা শুরু বুধবার
নিতাইগঞ্জে ধসে পড়া ভবনটি ভাঙা শুরু বুধবার

নিতাইগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন। ফাইল ছবি
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। শত বছরের পুরোনো এই ভবন আগামীকাল বুধবার ভাঙা শুরু করবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এতে সহযোগিতা করবে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা।
আজ মঙ্গলবার সকালে নিতাইগঞ্জে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), তিতাস গ্যাস, ডিপিডিসি ও ব্যবসায়ী প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন। এর পর তাঁরা বৈঠকে বসেন।
বৈঠক শেষে সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম জানান, ভবনটি অপসারণের জন্য প্রথমে মালিককে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে নোটিশ দেওয়ার কথা হয়। পরে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবনটি ভাঙতে এর আগে মালিককে তিনবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি ভাঙেননি। যে কোনো সময় এই ভবন ভেঙে পড়ে জানমালের ক্ষতি হতে পারে। তাই এটি পরিকল্পিতভাবে দ্রুত ভেঙে ফেলা প্রয়োজন।
গত শনিবার শহরের পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জে ইলিয়াছ দেওয়ানের মালিকানাধীন দোতলা ভবন বিস্ফোরণের পর ধসে পড়ে। এতে একজন নিহত হন এবং আহত হন ১২ জন। দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে যোগাযোগ করেননি ইলিয়াছ দেওয়ান। তাঁর মামাতো ভাই ভবনের ভাড়াটিয়া গরিবে নেওয়াজ সল্টের মালিক জামাল দেওয়ান জানান, তিনিও ইলিয়াছের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, ঝুঁকিপূর্ণ থাকায় নাকি তিতাসের গ্যাস জমে ওই ভবনে বিস্ফোরণ ঘটেছে, তা অনুসন্ধান করে বের করতে হবে।
মন্তব্য করুন