- রাজধানী
- ‘দেশে নারী সাংবাদিকের সংখ্যা বাড়াতে হবে’
‘দেশে নারী সাংবাদিকের সংখ্যা বাড়াতে হবে’

ছবি: সমকাল
সব ক্ষেত্রে নারীরা এগিয়ে থাকলেও দেশে সাংবাদিকতা পেশায় নারীর সংখ্যা খুবই কম। সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে হলে নারী সাংবাদিকের সংখ্যা বাড়ানো প্রয়োজন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন মিলনায়তনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাসিমুন আরা হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সম্পাদক পরিষদের সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন ও বিএফইউজের সভাপতি ওমর ফারুক। বক্তব্য দেন নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক ঝুমা পারভীন, যুগ্ম সম্পাদক অদিতি রহমান প্রমুখ।
মাহফুজ আনাম বলেন, নারী সাংবাদিকদের প্রযুক্তিগত উন্নয়ন ও মাল্টিমিডিয়ায় এগিয়ে যেতে হবে। নাসিমুন আরা হক নারীদের এগিয়ে নিতে সাংবাদিকতা পেশায় ৩০ শতাংশ নারী রাখার দাবি জানান। তা ছাড়া নারীনীতির বাস্তবায়ন, দেশে-বিদেশে নারীদের প্রশিক্ষণ, পদোন্নতির সুযোগ, মাতৃত্বকালীন ছুটি, শিশু দিবাযত্ন কেন্দ্রসহ যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি জানান।
শ্যামল দত্ত বলেন, বাংলাদেশে সাংবাদিকতার পরিবেশ নারীবান্ধব নয়। দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী হলেও সাংবাদিকতায় এর প্রতিফলন নেই।
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সাংবাদিক সেতারা মূসার রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। সংগীত পরিবেশন করেন শামা রহমান। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
মন্তব্য করুন