- রাজধানী
- নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

ছবি: সমকাল
ফরিদপুর পৌর এলাকার টেপাখোলায় অবস্থিত নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষিকা পারভীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হা-মীম গ্রুপের কনসালটেন্ট (শিক্ষা) ড. উলফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার ম্যানেজার মনিরুল ইসলাম।
এ প্রতিযোগিতায় হামদ্, নাত, কবিতা আবৃতিসহ মোট দশটি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা।
মন্তব্য করুন