ফরিদপুর সদর উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের জন্য আরও ১২৫ টি ঘর দেওয়া হয়েছে। বুধবার সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর প্রদান করেন। এ সময় ফরিদপুর সদর উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১২৫ ঘর সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী ফরিদপুর জেলার সালথা ও আলফাডাঙ্গা উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী বলেন, এরই মধ্যে জেলার তিনটি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। জুন মাসের মধ্যে চতুর্থ পর্যায়ের ঘর বরাদ্দের মাধ্যমে ফরিদপুর সদর উপজেলাকেও ভূমিহীনমুক্ত ঘোষণা করা সম্ভব হবে। 

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘প্রধানমন্ত্রীর নিজস্ব মেধার ফসল হচ্ছে এই ঘর প্রদান। তিনি চান না বঙ্গবন্ধুর দেশে কোনো নাগরিক ভূমিহীন থাকুক। সেটাই তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন।’

তিনি সেবা গ্রহীতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা ঘর নিয়ে কেউ অন্যকে দেবেন না। ঘর তালা মেরে অন্য কোথাও চলে যাবেন না। সরকার আপনাদের স্বাবলম্বী করতে নানা প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। আপনাদের ঋণ প্রদান কার্যক্রম চালু হয়েছে। আপনারা দক্ষ হয়ে ঋণ গ্রহণ করুন।