- রাজধানী
- বান্দবানে দুর্বৃত্তদের গুলিতে পাড়া প্রধান নিহত
বান্দবানে দুর্বৃত্তদের গুলিতে পাড়া প্রধান নিহত

এর আগে দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের নতুন রামথাং বম পাড়ায় ঘটনাটি ঘটেছে। রাস্তার পাশে একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী থানায় খবর দেন।
কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে স্থানীয়রা লাশটি পুরাতন রামথাং বম পাড়ার কার্বারী রামথাং বমের বলে শনাক্ত করেন।
জানা গেছে, দুর্গম পাহাড়ে নতুন বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নানা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তাদের সশস্ত্র সংগঠনের নাম কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ)। এই সংগঠনে সিংহভাগ সদস্য বম সম্প্রদায়ের। সংগঠনের প্রধান নাথান বম। কেএনএফ নেতারা নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া সদস্যদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন। শারক্বীয়া সদস্যদের অর্থের বিনিময়ে সামরিক প্রশিক্ষণসহ পাহাড়ে আশ্রয় দেওয়ায় ইতোমধ্যে আলোচনায় এসেছে কেএনএফ।
নাম প্রকাশে অনিচ্ছুক বম সম্প্রদায়ের এক ব্যক্তি জানান, নিহত পাড়া প্রধান রামথাং বমও কেএনএফের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছিলেন কেএনএফকে। তার দুই ছেলেও কেএনএফের সামরিক শাখার সদস্য।
রোয়াংছড়ি থানা ওসি আবদুল মান্নান জানান, খবর পেয়ে রামথাং বমের লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত হলে লাশটি রাস্তার পাশে ফেলে গেছে। ঘাতকদের শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন