- রাজধানী
- চট্টগ্রামে আরএসআরএম গ্রুপের মালিকের বিরুদ্ধে ৪৬১ কোটি টাকার ডিক্রি
চট্টগ্রামে আরএসআরএম গ্রুপের মালিকের বিরুদ্ধে ৪৬১ কোটি টাকার ডিক্রি

চট্টগ্রামে শীর্ষ ঋণখেলাপি আরএসআরএম গ্রুপের মালিক মাকসুদুর রহমানের মডার্ন স্টিল মিলসের বিরুদ্ধে ৪৬১ কোটি টাকার ডিক্রি ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারি মো. রেজাউল করিম বলেন, ডিক্রিতে আসামিদেরকে ৬০ দিনের মধ্যে ডিক্রি হওয়া অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার অন্য ঋণখেলাপিরা হলেন- মডার্ন স্টিলের এমডি মিজানুর রহমান, পরিচালক মো. আলাউদ্দিন, ইউনুছ ভূঁইয়া, মারজানুর রহমান এ ঋণের দেনাদার।
আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রামের লালদীঘির শাখা সোনালী ব্যাংক থেকে ২০১৭ সালের ঋণ নেয় মডার্ন স্টিল মিলস লিমিটেড। এরপর তা ফেরত না দেওয়ায় খেলাপি হয়ে যায় মডার্ন স্টিল মিলস। ২০২২ সালে ওই অর্থ উদ্ধারে অর্থঋণ আদালতে মামলা দায়ের করে সোনালী ব্যাংক। মামলায় ৩৬৭ কোটি ৪৫ লাখ ৩৯ হাজার ৪৩৯ টাকা ঋণের অর্থ ও সুদ ১০৯ কোটি ১৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা দাবি করা হয়।
উভয়পক্ষের যুক্তিতর্ক, সাক্ষ্য শেষে আদালত বৃহস্পতিবার ৪৬১ কোটি টাকার ডিক্রি ঘোষণা করেন। দুই মাসের মধ্যে মডার্ন স্টিল এ অর্থ পরিশোধ না করলে ডিক্রি হওয়া অর্থের উপর ১২ শতাংশ সুদ হারে বাড়তি অর্থ দিতে হবে। এ অর্থ পরিশোধ না করলে ডিক্রি হওয়া অর্থ উদ্ধারে ঋণখেলাপিদের বিরুদ্ধে অর্থঋণ জারি মামলা দায়ের করবে সোনালী ব্যাংক।
মন্তব্য করুন