- রাজধানী
- সুলভ মূল্যের দুধ ডিম মাংস ৪৫ মিনিটেই শেষ
সুলভ মূল্যের দুধ ডিম মাংস ৪৫ মিনিটেই শেষ

পবিত্র রমজান উপলক্ষে রাজধানীতে বাজারের চেয়ে কম মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে ‘সুলভ মূল্যে বিক্রি’ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। উদ্বোধনের পর দুধ, ডিম ও মাংস নিয়ে ফ্রিজিং ভ্যানগুলো গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে খামারবাড়ি মোড়ে ১ নম্বর ভ্যান থেকে ৪টা ২০ মিনিটের দিকে বিক্রি শুরু হয়। ৫টা ৫ মিনিটের দিকে সব পণ্য শেষ হয়ে যায়।
খামারবাড়ির গাড়িচালক আলমগীর কবির বিক্রয় কেন্দ্রে এসে খালি হাতে ফিরেছেন। তিনি বলেন, ‘২০ মিনিট আগে দেখলাম দুধ-ডিম-মাংস বিক্রি হচ্ছে। গাড়ি রেখে এসে দেখি সব শেষ।’ এ রকম অনেকেই এসে দুধ, ডিম ও মাংস কিনতে পারেননি।
খামারবাড়ি বিক্রয়কেন্দ্রের ক্যাশিয়ার মোকাদ্দেস ইসলাম বলেন, আজকে প্রথম দিন। তাই অল্প করে সবকিছু এনেছিলাম।
ক্রেতারা জানান, এসব পণ্যের মূল্য আরেকটু কম হলে ভালো হতো। আর পরিমাণও বেশি দেওয়া জরুরি।
বিক্রির স্থানগুলো হলো সচিবালয়সংলগ্ন আবদুল গণি রোড, খামারবাড়ি, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি, মিরপুর ষাট ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুনবাজার, মিরপুরের কালশী, খিলগাঁও রেলগেট, নাখালপাড়ার লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুরের বছিলা, উত্তরার দিয়াবাড়ি, যাত্রাবাড়ী, গাবতলী, হাজারীবাগ, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর ও রামপুরা।
গরুর মাংস প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, ড্রেসড (চামড়া ছাড়া) ব্রয়লার প্রতি কেজি ৩৪০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা ও ডিম প্রতিটি ১০ টাকা বিক্রি করা হচ্ছে। গরু, খাসি ও মুরগির মাংস আধা কেজি করে কেনা যাচ্ছে।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, এখন যে দাম ধরা হয়েছে, তার চেয়ে বাড়বে না। বাজারে দাম কমলে এসব পণ্যেরও দাম কমবে।
বিক্রি কার্যক্রম বাস্তবায়ন করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। পণ্য দিয়ে সহযোগিতা করছে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল।
বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বাজারের চেয়ে কম মূল্যে সরকারকে দুধ-মাংস দিচ্ছি, যাতে মানুষ একটু স্বস্তি পায়।
মন্তব্য করুন