- রাজধানী
- ফোন বন্ধ, খোঁজ মিলছে না আরাভের
ফোন বন্ধ, খোঁজ মিলছে না আরাভের

দু’দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন দুবাইয়ে থাকা বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খান। এর পর থেকে তাঁর খোঁজ মিলছে না। আর কোনো স্ট্যাটাসও দেননি তিনি। তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আরাভ খানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও তাদের কাছে কোনো সহায়তা চায়নি। আরাভ নজরদারিতে আছেন।
বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেন, ‘আরাভের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আমাদের কাছে কোনো সহায়তা চায় বা দূতাবাসের সহায়তা চায়, তাহলে অবশ্যই তথ্য দিয়ে সহায়তা করব। এ বিষয়ে দূতাবাস যোগাযোগ রাখছে’। আরাভ খানের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘আমরা যত দূর জানি আরাভ খান এখন পর্যন্ত নজরদারিতে আছেন। তাঁকে গ্রেপ্তার করা হয়নি।’
ভারতীয় পাসপোর্ট নিয়ে আরাভ খান নাম ধারণ করে রবিউল দুবাইয়ে পৌঁছান।
এ নিয়ে জানতে চাইলে সেহেলি সাবরিন বলেন, ভারতের পাসপোর্টের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে। ভারতের পাসপোর্ট বাতিল করে তাঁকে দেশে ফেরত আনা হবে কিনা, সেটি নিয়ে ওই মন্ত্রণালয় কাজ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য চাওয়া হলে সহায়তা করা হবে।
আরাভকে গ্রেপ্তারের ব্যাপারে বাংলাদেশের আবেদন এরই মধ্যে আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোল গ্রহণ করলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তাদের ওয়েবসাইটে তাঁর নাম রেড নোটিশের তালিকাভুক্ত হয়নি। আরাভের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণের বিষয়টি দুবাইয়ে কোন পর্যায়ে রয়েছে তা এখনও অবহিত করা হয়নি পুলিশকে। গ্রেপ্তার হলেই কূটনৈতিক চ্যানেলে তাঁকে ফিরিয়ে আনার ব্যাপারে সব প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ। পুলিশ সদরদপ্তরের মুখপাত্র এআইজি মনজুর রহমান বলেন, আরাভকে গ্রেপ্তার করা হয়েছে এমন কোনো তথ্য কেউ তাদের জানায়নি।
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটির একাধিক সদস্য জানান, দুবাইয়ে আরাভ তাঁর বাসায় এক ধরনের নজরদারিতে রয়েছেন। কয়েক দিন ধরে তিনি বের হচ্ছেন না। বন্ধ রয়েছে তাঁর ফোন। কারও সঙ্গে তাঁর যোগাযোগ নেই। তবে আরাভের স্বর্ণের দোকানের কর্মচারীরা সেখানে প্রচার চালাচ্ছেন, সংস্কার কাজের জন্য কিছু দিন দোকান বন্ধ রাখা হয়েছে। মাস খানেকের মধ্যে আবার দোকান চালু করা হবে। ক্রিকেটার সাকিব আল হাসানের মাধ্যমে তাড়াহুড়ো করে দোকান উদ্বোধন করাতে গিয়ে স্থানীয় বিভিন্ন সংস্থার অনুমতি নেওয়া হয়নি।
মন্তব্য করুন