রাজধানীর তুরাগের ফুলবাড়িয়া বাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত এসআই শাহিনুর রহমান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

তুরাগ থানার ওসি মওদুত হাওলাদার সমকালকে বলেন, মাদক মামলার আসামি গ্রেপ্তারে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলবাড়িয়া এলাকায় যায় পুলিশের একটি দল। এ সময় ওই পুলিশ কর্মকর্তার ওপর হামলা করা হয়। চাবির রিংয়ের সঙ্গে থাকা ছোট ছুরি দিয়ে তাঁকে আঘাত করে দুর্বৃত্তরা। এই সুযোগে মাদক মামলার আসামি আবদুর রশিদ পালিয়ে যান। পরে আহত এসআইকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে স্থানান্তর করা হয় ঢামেক হাসপাতালে।

ওসি জানান, রশিদের বিরুদ্ধে মাদক কারবারিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।