- রাজধানী
- বন্ধুর বাসায় ঝুলছিল নারীর লাশ
বন্ধুর বাসায় ঝুলছিল নারীর লাশ

প্রতীকী ছবি
গাজীপুরের টঙ্গীতে বন্ধুর বাসা থেকে লাভলী আক্তার নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকার শাহ আলম মোল্লার বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওই বাসায় লাভলীর বন্ধু সিদ্দিকুর রহমান ভাড়া থাকেন।
লাভলী দিনাজপুর সদর উপজেলার সুন্দরা গ্রামের মফিজুর রহমানের মেয়ে।
জানা যায়, লাভলী আক্তর তার বন্ধ সিদ্দিকুর রহমানের বাসায় গত ৫ দিন আগে আসেন। গত কয়েক দিন ধরে ওই বাসায় ছিলেন লাভলী ও তার বন্ধু সিদ্দিকুর রহমান।
বাড়ির কেয়ারটেকার বেলাল হোসেন জানান, সিদ্দিকুর রহমান বিকেল ৪টার দিকে বাসায় আসেন এবং রুমের চাবি চান। এর কিছুক্ষণ পর সিদ্দিকুর জানান, মেহমান এসেছিল, কিন্তু ভেতর থেকে বাসার দারজা বন্ধ করা। পরে পাশের বাড়ি জানালা দিয়ে লাভলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
সিদ্দিকুর রহমান বলেন, ‘লাভলী আমার বান্ধবী। আগে এক সঙ্গে চাকরি করতাম। স্বামীর সাঙ্গে ঝগড়া করে তিনি আমার বাসায় আসেন।’
টঙ্গী পূর্ব থানার এসআই মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন