- রাজধানী
- তুরাগে এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ৩
তুরাগে এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ৩

তুরাগ থানা ভবনের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম
রাজধানীর তুরাগে এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন আব্দুর রউফ, মো. রাজু ও ফারুক মিয়া ওরফে টুলু। শনিবার তুরাগ থানার সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম।
তিনি বলেন, তুরাগের ফুলবাড়ীয়ার টেকপাড়া এলাকায় একটি বাড়ির ছাদে মাদক বেচাকেনার তথ্য পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। আব্দুর রউফ ছাদের পানির ট্যাংকের আড়ালে লুকিয়ে ছিলেন। হঠাৎ বেরিয়ে এসআই শাহিনুর রহমানের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি।
গুরুতর আহত অবস্থায় এসআইকে হাসপাতালে নেওয়া হয়। ওই ঘটনার পর আবারও অভিযান শুরু করে পুলিশ। ধারাবাহিক অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
মোর্শেদ আলম জানান, গ্রেপ্তার তিনজন ও তাদের সহযোগীরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকায় এনে তুরাগসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
মন্তব্য করুন