তৈমুর ফারুক তুষারকে (কালের কণ্ঠ) সভাপতি ও কাওসার আজমকে (নয়া দিগন্ত) সাধারণ সম্পাদক করে সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকা-এর দুই বছরের কার্যনির্বাহী কমিটির (২০২৩-২৪) অনুমোদন দেওয়া হয়েছে। বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্তক্রমে রোববার ২৫ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহসভাপতি ৩ জন হলেন- জহুরুল ইসলাম জনি (সময় টিভি), এম এ মান্নান  (বাংলাদেশের আলো), কিরণ শেখ  (বিবার্তা২৪.নেট)। যুগ্ম সম্পাদক ৩ জন হলেন- আমিনুল ইসলাম মল্লিক (ঢাকা মেইল), হাসিবুল হাসান (যুগান্তর), এস এম আতিক হাসান (ব্রেকিং নিউজ)।

কমিটির অন্যরা হলেন অর্থ সম্পাদক শাহ আলম নুর (এশিয়ান এইজ), সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (চ্যানেল ২৪), ক্রীড়া সম্পাদক শেখ সাদী (ইনকিলাব), দপ্তর সম্পাদক আসাদুর রহমান (দৈনিক আমাদের সময়), জনকল্যাণ সম্পাদক হাসনাইন তানভীর ইমন (মাছরাঙা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল ইসলাম (বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর), নারী বিষয়ক সম্পাদক জয়শ্রী ভাদুরী (বাংলাদেশ প্রতিদিন)।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে ১০ জনকে। তারা হলেন-সেলিম খান (সিনিয়র সাংবাদিক, রফিকুল ইসলাম রনি (বাংলাদেশ প্রতিদিন),শাহনেওয়াজ দুলাল (ঢাকা প্রতিদিন), সাজ্জাদ আলম খান তপু (যমুনা টিভি), শামসুল আলম সেতু (জনকণ্ঠ), আবু আলী  (দৈনিক আমাদের সময়), সুমন মোস্তাফিজ (মোহনা টিভি), মাছুম বিল্লাহ (আমাদের সময় ডটকম), আইনুল হক (দৈনিক গণমানুষের আওয়াজ) ও রফিকুল ইসলাম (মানবকণ্ঠ)। 

উল্লেখ্য, গত ২ মার্চ অনুষ্ঠিত সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তৈমুর ফারুক তুষারকে সভাপতি ও কাওসার আজমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের বর্তমান সভাপতি তৈমুর ফারুক তুষার ও সাধারণ সম্পাদক কাওসার আজম এবং বিদায়ী কমিটির সভাপতি সেলিম খান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।