মহান স্বাধীনতার দিবস উপলক্ষে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) যৌথ উদ্যোগে ‘রিট্রিট সিরিমনি' প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে বাংলাবান্ধা-ফুলবাড়ী সীমান্তের জিরো পয়েন্টে এ প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল হক প্রধান।

তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠান দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সাধারণ মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। দুই দেশের এমন মহতি উদ্যোগের জন্য বিজিবি-বিএসএফের সব পর্যায়ের সদস্যদের আমি ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বিজিবির রংপুর উত্তর পশ্চিম রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ ও ভারতের পক্ষে নর্থবেঙ্গল বিএসএফের আইজি শ্রী অজয় সিং ফুলেল শুভেচ্ছা, ফল ও মিষ্টি বিনিময় করেন।

এ সময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদাসহ বিজিবি ও বিএসএফের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।