- রাজধানী
- বগুড়ায় নকল প্রসাধনীর কারখানার সন্ধান, ২ লাখ টাকা জরিমানা
বগুড়ায় নকল প্রসাধনীর কারখানার সন্ধান, ২ লাখ টাকা জরিমানা

ছবি: সমকাল
বগুড়ায় শহরের নারুলী বাজার এলাকায় নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান মিলেছে। সেখানে কলিন্স কসমেটিকস নামে একটি প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানির নামিদামি ব্র্যান্ডের প্রসাধনী নকল করে উৎপাদনসহ বাজারজাত করে আসছিল। আজ সোমবার বেলা ১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কলিন্স কসমেটিকসে অভিযান চালায়। এসময় প্রতিষ্ঠানের মালিক আব্দুল মমিনকে ২ লাখ টাকা জরিমানা করে। এছাড়া প্রতিষ্ঠানটি সিলগালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়।
এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কলিন্স কসমেটিকস নামের অনুমোদনহীন একটি কারখানায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল পারফিউম, কসমেটিকস ও নারিকেল তেলসহ বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের মোড়ক জব্দ করা হয়েছে।
কলিন্স কসমেটিকসের মালিক আব্দুল মমিন ভুল স্বীকার করায় ২ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করে দিয়ে বন্ধ করে দেওয়া হয়।
ইফতেখারুল আলম রিজভী আরও জানান, আগেও জেলা প্রশাসন এই প্রতিষ্ঠানে কয়েকবার অভিযান চালিয়েছে। এরপরও তাদের কার্যক্রম চালু রাখায় সিলগালা করা হয়েছে। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন