গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরে চিনি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে উল্টে যায়। এতে ট্রাকটির চালক আলামিন নিহত হয়েছেন।

রোববার রাতে উপজেলার নাকাইহাট সড়কের জুগিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক আলামিন গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চিনি বোঝাই ট্রাকটি গাইবান্ধার ব্যবসায়ী নিতাই বাবুর। আসার পথে রামচন্দ্রপুরের জুগিপাড়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাক চালকের মৃত্যু হয়। তবে ট্রাকের হেলপার মাহাবুর সুস্থ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান সমকালকে জানান, মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকে চিনি থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।