- রাজধানী
- কোনাবাড়ীতে আগুনে পুড়ল ঝুটের ৩ গুদাম
কোনাবাড়ীতে আগুনে পুড়ল ঝুটের ৩ গুদাম

প্রতীকী ছবি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর নছের মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩টি ঝুটের গুদাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আকাশ মিয়ার ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা আবু সানির আরও দুইটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। জয়দেবপুরের ৩টি ও ডিবিএল ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভুক্তভোগী গুদাম মালিক আকাশ মিয়া জানান, অগ্নিকাণ্ডে গুদামে রাখা কয়েক লাখ টাকার সুতা, কাপড়সহ আসবাবপত্র পুড়ে গেছে।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর মিরাজুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের আনে। তদন্ত শেষে বলা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
মন্তব্য করুন