- রাজধানী
- শ্রমিক অধিকার ফেডারেশনের ইফতার মাহফিল
শ্রমিক অধিকার ফেডারেশনের ইফতার মাহফিল

বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের উদ্যোগে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের সভাপতি আদিল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়ান টিভি’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন-উর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর ইমাম। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা।
অনুষ্ঠান শেষে সংগঠনের নেতাদের ক্রেস্ট প্রদান করা হয়।
মন্তব্য করুন