- রাজধানী
- ট্রলিচাপায় প্রাণ গেল শিশুর, বাবার অবস্থাও গুরুতর
ট্রলিচাপায় প্রাণ গেল শিশুর, বাবার অবস্থাও গুরুতর

বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলিচাপায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আবু রায়হান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কালিয়াব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই শিশুর বাবা হোসাইন আল মামুন রনিও গুরুতর আহত হন।
জানা গেছে, উপজেলার সনমানিয়া গ্রামের বাসিন্দা আল মামুন রনির ছেলে রায়হান একই ইউনিয়নের আড়াল বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের নার্সারিতে পড়ত। বুধবার সকালে মোটরসাইকেলে করে ছেলেকে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন রনি। কালিয়াব এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলি তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় রায়হান।
এ সময় স্থানীয়রা গুরুতর অবস্থায় আল মামুন রনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে ট্রলি নিয়ে দ্রুত পালিয়ে যায় চালক।
কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম বলেন, নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
মন্তব্য করুন