- রাজধানী
- হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. এহসান হোসেন (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নবারুন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র।
বুধবার বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় রাগিব আখইয়ার ফাতিন নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি নটর ডেম ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।
পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক যুগল বিশ্বাস জানান, দুই বন্ধু বিকেল সাড়ে ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ধোলাইপাড়ে ফ্লাইওভারের ওপরে ওঠার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢালে পড়ে যায়। এতে দু'জনই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে এহসানের মৃত্যু হয়।
নিহতের মা রোকসানা পারভিন জানান, পূর্ব জুরাইনের কুসুমবাগ এলাকার বাসায় পরিবারের সঙ্গে থাকতেন এহসান। আজ ইফতারের পর তিনি বাসা থেকে বের হন। পরে স্বজনরা খবর পান, তিনি ঢামেক হাসপাতালে ভর্তি। তবে তারা হাসপাতালে এসে আর ছেলেকে জীবিত পাননি।
আহত ফাতিনের চাচাতো ভাই সাইম নেওয়াজ জানান, জুরাইনের খন্দকার রোডের বাসায় থাকেন ফাতিন। দুর্ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে এসেছেন। তাকেও শঙ্কামুক্ত বলছেন না চিকিৎসক।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, এহসানের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
মন্তব্য করুন