- রাজধানী
- দিনাজপুরে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন
দিনাজপুরে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয় - সমকাল
দিনাজপুরের চিরিরবন্দরে পূর্ব শত্রুতার জেরে আব্দুল হক নামে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
একই মামলার অন্য একটি ধারায় তিন আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। উভয় ধারার সাজা একইসঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-২-এর আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার নান্দ্রাই ভোজুপাড়া এলাকার প্রয়াত আফাজ উদ্দিন শাহর ছেলে মোফিল শাহ, মোফিল উদ্দিন শাহর ছেলে হামিদুল হক ও একই এলাকার প্রয়াত আজিমুদ্দিনের ছেলে বাবুল হোসেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালের ৫ এপ্রিল পূর্ব শত্রুতার জেরে উপজেলার নান্দ্রাই ভোজুপাড়া এলাকায় আব্দুল হকের বাড়িতে আসামিরা অগ্নিসংযোগ করে এবং বাড়ির দরজা বাইরে থেকে আটকিয়ে দেয়। এতে করে বাড়ির ভেতরে থাকা আব্দুল হক আগনে পুড়ে মারা যান এবং তার মেয়ে রশিদা খাতুন গুরুতর আহত হন। এ ঘটনার পরদিন আব্দুল হকের ছেলে এন্তাজুল হক বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন আদালত। দিনাজপুর আদালতের পুলিশ পরিদর্শক রাজ্জাকুল ইসলাম বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন