- রাজধানী
- ‘ঈদে পোশাকের দাম বেশি নিলেই ব্যবস্থা’
‘ঈদে পোশাকের দাম বেশি নিলেই ব্যবস্থা’

প্রতীকী ছবি
ঈদ উপলক্ষে কোনো পোশাকের দাম অন্য সময়ের তুলনায় বাড়ানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাপড়ের মান, দাম, বিক্রি-পরবর্তী সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম হলে মার্কেট কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।
বৃহস্পতিবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক ও কাপড় ব্যবসায়ীদের অংশগ্রহণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন, বিদেশি পোশাক ও প্রসাধনীর গায়ে আমদানিকারকের নাম ও সিল থাকতে হবে। সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি আমদানিকারকের হতে হবে, বিক্রেতারা সেটা নির্ধারণ করতে পারবেন না। নকল পণ্যের বিষয়েও সতর্ক থাকতে হবে।
সফিকুজ্জামান আরও বলেন, পার্শ্ববর্তী দেশগুলো থেকে কিছু বিক্রেতা আমাদের দেশে এসে বাসা ভাড়া নিয়ে ভেতরে ভেতরে টার্গেট কাস্টমারের কাছে বিদেশি কাপড় বিক্রি করছেন। এ ধরনের কার্যক্রম দেশীয় ফ্যাশন হাউসগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। এ ক্ষেত্রেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় বলা হয়, ঈদ উপলক্ষে একটি পোশাকে বিভিন্ন দামের প্রাইস ট্যাগ লাগানো, সিট কাপড়ের ক্ষেত্রে মিটারের পরিবর্তে গজের ব্যবহার, মূল্যতালিকা প্রদর্শন না করা, আসল বলে নকল কাপড় বিক্রি করা ইত্যাদি অনিয়ম ইতোমধ্যে অধিদপ্তরের মোবাইল কোর্টে ধরা পড়েছে।
মন্তব্য করুন