- রাজধানী
- জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৫০
জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৫০

ফাইল ছবি
সুনামগঞ্জের ছাতকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আয়নাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শুক্রবার পাওয়া সর্বশেষ তথ্যমতে, এ ঘটনায় এখনও কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। সংঘর্ষে গুরুতর আহত ফয়জুর রহমান, সৈয়দুর রহমান, আব্দুল হাকিম, লিলু মিয়া, কমরু মিয়া, মনির উদ্দিন, আব্দুল খালিক, জাকির হোসেন, জুবায়ের আহমদসহ ১৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আইনাকান্দি গ্রামের নুরুজ্জামান গ্রামের মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির মৎস্য খামারের জমি নিজের মালিকানা দাবি করার পর থেকে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। ঘটনার দিন মাদ্রাসা কমিটির পক্ষ থেকে পুকুরের পাড় রক্ষায় গাইডওয়াল নির্মাণ করতে গেলে নুরুজ্জামান ও তাঁর লোকজন কাজে বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে মসজিদ কমিটির পক্ষে গ্রামবাসী এবং নুরুজ্জামান ও তাঁর অনুসারীদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
মাদ্রাসা কমিটির হারুন রশিদ জানান, গ্রামের আশিকুল ও রফিকুল ইসলামের উসকানিতে নুরুজ্জামান প্রতিষ্ঠানের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এই হামলা চালায়।
ওসি খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। এখনএ কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন