- রাজধানী
- ফরিদপুরে জমিদার বাড়ি পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার
ফরিদপুরে জমিদার বাড়ি পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার

জমিদার বাড়ি পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার। ছবি: সমকাল
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় খান বাহাদুর জমিদার বাড়ি ও জামে মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। শুক্রবার দুপুরে উপজেলার বুড়াইচ গ্রামে জমিদার বাড়ি পরিদর্শন করেন তিনিসহ এক প্রতিনিধি দল।
এর আগে, বেলা ১১টার দিকে ব্রিটিশ হাইকমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানায় উপজেলা প্রশাসন।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আলফাডাঙ্গার বুড়াইচ গ্রামে ঐতিহ্যবাহী খান বাহাদুরের জমিদার বাড়ি ও মসজিদ ঘুরে দেখেন ব্রিটিশ হাইকমিশনার। এ সময় তার স্ত্রী তেরেসা আলবার্ট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবির, উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, খান বাহাদুরের বংশধর আর্কিটেক প্রকৌশলী মেরিনা তাবাচ্ছুম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ বলেন, পরিদর্শন শেষে ব্রিটিশ হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন।
মন্তব্য করুন