জাতীয় প্রেস ক্লাবের ইফতারে দেশ ও জাতির সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়েছে। শুক্রবার ক্লাব চত্বরে এ ইফতার মাহফিলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ক্লাব সদস্যদের অভ্যর্থনা জানান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান এমপি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সমকাল সম্পাদক মোজাম্মেল হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বাংলাদেশ জার্নাল সম্পাদক শাজাহান সরদার, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মোল্লা জালাল, বর্তমান সভাপতি ওমর ফারুক, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া।

এতে আরও উপস্থিত ছিলেন, বিএফইউজের (একাংশ) সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বর্তমান মহাসচিব নুরুল আমিন রোকন, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, সৈয়দ আবদাল আহমদ, ইলিয়াস খান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাবেক সভাপতিদ্বয় কাজী রফিক, আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, সাজ্জাদ আলম খান তপু, ডিইউজে (অপরাংশ) সভাপতি কাদের গণি চৌধুরী, ডিআরইউ সভাপতি মোরসালিন নোমানী, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু।

বিষয় : জাতীয় প্রেস ক্লাবের ইফতার

মন্তব্য করুন